বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও চার্জশিট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকালে স্থানীয় পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ও জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফ পাহেলী। এ সময় বক্তারা বিএনপি’র চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬