বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের বীরগঞ্জের ইটভাটাগুলো। অসময়ের এ বৃষ্টিপাতে এই অঞ্চলের ইটভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ইটভাটা মালিকগুলো। পাশাপাশি উৎপাদন বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
ভাটা মালিকরা জানিয়েছেন, বিভিন্ন জটিলতার কারণে এবার এমনিতেই দেরিতে ভাটার কাজ শুরু হয়েছে। এর উপর বৃষ্টিপাত হওয়ায় তারা চরমভাবে আর্থিক লোকসানের পাশাপাশি উৎপাদন ব্যাহত হবে।
বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী বাবুল জানান, উপজেলায় মোট ২২টি ইটভাটা রয়েছে। অসময়ের এই বৃষ্টিপাতের ফলে ইট নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে বেশির ভাগ ইটভাটার মালিক। বেকার হয়েছে পড়েছে শ্রমিকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার