ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুনিয়া গ্রামে আজ দুপুরে ঋণের চাপে নিজের গায়ে আগুন দিয়ে সোহেল মিয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার পর সোহেলকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, সোহেল মিয়া ঋণের চাপ সইতে না পেরে দুপুরে বাড়ির পেছনের জঙ্গলে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন সারা শরীরে ছড়িয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকাসক্ত সোহেল ঋণের চাপেই আত্মহত্যার চেষ্টা করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার