লালমনিরহাটের হাতীবান্ধায় জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য মেহেদী হাসান মিজানকে (২০) গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি)।
আজ শনিবার বিকেল ৫টায় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজান ওই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার দুলাল হোসেনের ছেলে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানকে টংভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়।
মিজান জঙ্গি সংগঠনের সদস্য এবং দিনাজপুর জেলার ইসকন ও কান্তজির মন্দিরে বোমা হামলাকারী প্রধান আসামি মোসাব্বের ওরফে মোসাব্বির আলম খন্দকারের ঘনিষ্ঠ সহযোগী।
তার বিরুদ্ধে গত বছরের ২ আগস্ট হাতীবান্ধা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে বলে জানান তিনি।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, মিজানকে সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/এনায়েত করিম