মেহেরপুরের গাংনী, মুজিবনগর ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে চালানো বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই অভিযান চলে। এ সময় একটি রিভলবার, আড়াইশ’ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
সকালে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪