ময়মনসিংহের ভালুকার প্রাণকেন্দ্রে অবস্থিত রায় মার্কেটের একটি জুতার গোডাউনে আগুন লেগে প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে আশপাশের কোন দোকানে ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে।
স্থানিয়রা জানায়, ভোর ৪টার দিকে রায় মার্কেটের বাজার রোড়ের দোতলায় হীরা সুজ নামের একটি দোকানের গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ভালুকা, ময়মনসিংহ, ত্রিশাল, গফরগাঁও, শ্রীপুর ও গাজিপুরের ৮টি ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা করে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভালুকা ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রেজাউল করিম জানায়, কী কারণে আগুন লেগেছে তা বুঝা যাচ্ছে না, তদন্ত করা হচ্ছে। তবে শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।