মেহেরপুরে একাধিক মামলার আসামি মজনু হোসেনকে (২৭) বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ মার্চ) রাত ৮টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও গাংনী থানা পুলিশের একটি দল মেহেরপুরের গাংনী বাজারের থানা রোডে অভিযান চালিয়ে সন্ত্রাসী মজনুকে গ্রেফতার করে। তিনি গাংনী উপজেলার আড়পাড়ার মৃত লাল চাঁদ আলীর ছেলে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/হিমেল