বান্দরবান বোমাং সার্কেলের পরলোকগত ১৬তম রাজা কে এস প্রু চৌধুরীর স্ত্রী ড এ সাং চৌধুরী (৭৫) মারা গেছেন। শনিবার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যকালে তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
আজ সকালে সাবেক এ রাজপরিবারের পক্ষ থেকে প্রয়াত ১৬তম রাজা কে এস প্রু চৌধুরীর স্ত্রীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাজপরিবারের প্রথানুসারে পরলোকগতের মৃতদেহ বিশেষ ব্যবস্থায় ১০ দিন ধরে সংরক্ষণ করা হবে নিজ বাসভবনে। পরে শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে কেন্দ্রীয় শশ্মানে।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/হিমেল