মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ৫ কেজি গাঁজাসহ শাহানাজ খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের বোর্ডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক শাহানাজ খাতুন ওই এলাকার জাকিরুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, গাংনী থানা ও ধলা পুলিশ ক্যাম্পের একটি দল জাকিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির একটি ঘর থেকে চটের ব্যাগের ভেতরে ৫টি প্যাকেটে মোড়ানো গাঁজাগুলো উদ্ধার করা হয়। পরে শাহানাজকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম