লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টিতে উপকূলীয় ৪টি ইউনিয়নের চরের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে অনেক জমির আলু সয়াবিনসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।
শুক্রবার বিকাল থেকে রবিবার রাত পর্যন্ত টানা বৃষ্টি ও মেঘনা নদীতে জোয়ারের পানি বাড়তে থাকে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ঐ অঞ্চলের কৃষকরা। তবে কত একর ফসলি জমি জোয়ারের পানিতে তলিয়ে গেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এ উপজেলায় সয়াবিনের আবাদ হয়েছে ৮ হাজার ৩শ' ২০ হেক্টর জমিতে। এছাড়াও ডালের আবাদ হয়েছে ৪শ' হেক্টর ও আলু চাষ হয়েছে ১২০ হেক্টর জমিতে।
রায়পুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী (উদ্ভিদ) সংরক্ষন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, পানি দীর্ঘ সময় থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের সার্বক্ষনিক পরামর্শের জন্য মনিটরিং সেল খোলা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/হিমেল