মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে শাহানাজ (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহানাজ গাড়াবাড়িয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
এসআই শহিদুল ইসলাম জানান, শাহানাজ খাতুন নিজ বাড়িতে গাঁজা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিগ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘরের মধ্যে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শাহানাজ খাতুন অনেক দিন ধরে গোপনে গাঁজার ব্যবসা করে আসছে। আজ রোববার সকালে এসআই শহিদুল ইসলাম ও এএসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। শাহানাজের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/হিমেল