ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলায় নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, "নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর উপজেলায় ২০ জন, কালীগঞ্জে চার জন, শৈলকুপায় সাত জন, হরিণাকুন্ডুতে ছয় জন, মহেশপুরে নয় জন এবং কোটচাঁদপুরে ছয় জনকে গ্রেফতার করা হয়।"
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, "এদের মধ্যে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বজলুর রহমান এবং কোটচাঁদপুরে জামায়াতকর্মী ইদ্রিস আলী রয়েছেন বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩