চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মুখলেসুর রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মুখলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মহল্লার গুলজারের ছেলে।
ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকায়।
সদর মডেল থানার এসআই রনি সাহা জানান, মুখলেসুর রহমান একটি অটোরিক্সা নিয়ে মহারাজপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল সোয়া ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।