নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে দু’জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- বরাব পশ্চিমপাড়া এলাকার মফিজউদ্দিনের ছেলে রুবেল ও বাবু, বরাব খালপাড় এলাকার রাসেল খন্দকারের ছেলে রানা।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন ওই তিনজন। সকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম