টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামের মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে লোকেড়পাড়া থেকে শুরু হয়ে পদযাত্রাটি আশেপাশের কয়েকটি গ্রামের ১০ কিলোমিটার সড়ক পদক্ষিণ করে। পরে পদযাত্রাটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি কাপাশ খান, ভূঞাপুর পৌরসভার সাবেক কমিশনার আজহারুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।