বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
সকালে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় অংশ নেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক এ.কে.এম. শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম লুৎফুন্নেছা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খান মোশারেফ হোসেন, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সকালে শহরের ডায়াবেটিস হাসপাতালে শুরু হয় বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্প। এছাড়াও ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও মোনাজাত।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা