ডাকাতির প্রস্তুতিকালে মাদারীপুরের শিবচরে হত্যাসহ ডাকাতি ও অস্ত্র মামলার আসামী শাহ আলমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীররাতে জেলার শিবচর উপজেলার ভোলাই শিকদারকান্দি গ্রামে ভদ্রাসন ফাঁড়ি পুলিশের আইসি নূরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সেখানে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
ডাকাতের হামলায় ভদ্রাসন ফাঁড়ি পুলিশের এএসআই হাসান মিয়া গুরুতর আহত হন। এসময় শাহ আলমকে (৪৭) আটক করে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা হাসানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহ আলম শরিয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর গ্রামের মৃত হোসেন মাদবরের ছেলে। শিবচর থানায় হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলাসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা