কিশোরগঞ্জের ইটনায় তিন দিন নিখোঁজ থাকার পর ফারুক (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারুক ইটনা সদরের নয়াহাটি গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ জানায়, ফারুক দিনমজুরের কাজ করতো। তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ বিকালে ইটনা বাজারের পাশে বিল্লালের চরের নল খাগড়ার বনের ভিতর তার লাশ দেখে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তার গলায় চাদর পেঁচানো এবং মুখ ও নাকে রক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফারুকের সাথে কারো কোনো বিরোধ ছিল না বলে পুলিশ জানায়। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল