মাদারীপুরের কালকিনিতে বৃষ্টি আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কি কারণে বৃষ্টির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
শুক্রবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। বৃষ্টি উপজেলার সাহেবরামপুর এলাকার চরসাহেবরামপুর গ্রামের আবুল হোসেন বেপারীর মেয়ে।
কালকিনি থানা পুলিশ তরুনীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক এ এস আই বাশার জানান, কি কারণে বৃষ্টি মারা গেছে সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা