র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১০ টায় কালেক্টরেট প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় জাতীয় শিশু দিবসের র্যালি। র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে নোমানী ময়দান মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি, মেজর জেনারেল অবঃ এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহাজ উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল