নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালির উদ্ভোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড.মাহে আলম।
র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে, মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শহজাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০১৭ এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল