লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুবেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ার চর এলাকায় এই ঘটনা ঘটে। রুবেল একই এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে কাজ সেরে ঘরে ঢুকে বৈদ্যুতিক সুইচ দিতে গেলে তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবেল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মোঃ আবদুল মজিদ।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল