চাঁপাইনবাবগঞ্জের কানসাট গোপন বৈঠক থেকে ২টি পিস্তুল, ৬রাউন্ড গুলি, ২টি ম্যগজিন, দেড়কেজি গানপাউডার ও জিহাদী বইসহ জামায়াতের তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে তাদের আটক করা হয় এবং দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম ৫২), সেরতাজ আলীর ছেলে আশরাফুল আলম (৫০) এবং যশোর জেলার রাওপাড়া গ্রামের আরশাদ আলীর ছেলে মাওলানা তৈমুর রহমান (৫০)।
শিবগঞ্জ থানার ওসি মোঃ রমজান আলী জানান, "বালুচর গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২টি পিস্তুল, ২টি ম্যাগজিন, ৬রাউন্ড গুলি, দেড়কেজি গানপাউডার ও জেহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতদের শিবগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২