নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোজাম্মেল (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বরাব এলাকা থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়। মোজাম্মেল কিশোরগঞ্জ জেলার কতিয়াদি থানার ভিটিপাড়া এলাকার এলাছ মিয়ার ছেলে। মোজম্মেল বরাব এলাকার খোকার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল জানান, শনিবার সকালে মোজাম্মেলের ঝুলন্ত মৃত দেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এসআই। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার