পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি আলফার (মাহেন্দ্র) চাপায় মো. ফয়সাল (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে কলাপাড়া-কুয়াকাটা সড়কের মহিপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আলফা চালক মো. রাসেলকে আটক করে পুলিশে সোর্পদ করে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন পশ্চিম আজিমপুর গ্রামের মো. আদাসুল ইসলামের ছেলে ফয়সাল বাড়ি থেকে আলফা যোগে মাদ্র্সায় যাওয়ায় পথে মাদ্রাসা সংলগ্ন মহিপুর আসার পর দ্রুত গতির আলফাটি হঠাৎ ব্রেক করলে সামনের সিটে বসা ফয়সাল সিটকে আলফার নিচে চাপা পড়ে। এসময় তার মুখমন্ডল থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফয়সাল মহিপুর দ্বীনিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে এমন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার