বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ফেনীর পরশুরাম থেকে আহসান কামরুল মজুমদার (২৮) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে পরশুরাম বাজার থেকে তাকে আটক করা হয়। সে পরশুরাম পৌরসভার দুবলা চাঁদ গ্রামের ধনমিয়া মজুমদারের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী জানান, আহসান শুক্রবার তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কুটক্তিকর স্ট্যাটাস দেন। বিষয়টি এলাকাবাসী পুলিশকে অবহিত করলে পুলিশ সত্যতা নিশ্চিত হয়ে তাকে আটক করে। তার প্রোফাইল চেক করে দেখা যায় সে ইতোপূর্বে প্রধানমন্ত্রীকে কুটক্তি করে বিভিন্ন ছবি পোষ্ট করেছে। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার