নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিজ জমিতে পানি নিতে বাধা দেয়ায় এক কৃষককে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবদুল মালেক (৫৫) দক্ষিণ চর কাজি মোখলেস গ্রামের চেরাজল হকের ছেলে।
চরজব্বার থানার ওসি মিজাম উদ্দিন জানান, শনিবার দুপুরের ভারি বর্ষণে দক্ষিণ চর কাজি মোখলেস গ্রামের ফসলী জমিতে জানি জমে যায়। বৃষ্টি থামার পর একই এলাকার সাইফুল ইসলাম তার সয়াবিন ক্ষেতের পানি নিষ্কাশনের জন্যে আবদুল মালেকের জমির ওপর দিলে নালা করেন। এতে বাধা দেন মালেক। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ইসলাম ও তার ছেলেরা মিলে মালেককে গলাটিপে ধরলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুশিল নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আবদুল মালেকের ছেলে কামাল উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত সাইফুল ইসলাম ও তার ছেলেরা পলাতক রয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার