জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শরীয়তপুরের নড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত সুজন মালত (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুজন মালত আলী মিয়া মালত কান্দি নামে গ্রামের সোবহান মালতের ছেলে।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আলী মিয়া মালত কান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় সুজন মালতসহ ৫ জন আহত হন। পরে আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন সুজনের মৃত্যু হয়।
আহত অন্যরা হলেন- সোবহান মালতের স্ত্রী ফজিতুন্নেছা (৫৫), ছেলে বাবুল মালত (৩৪), মেয়ে আলেহা (৩২) ও পুত্রবধূ আসমা (২৫)।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/এনায়েত করিম