নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ সাগর নামে ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের পর রবিবার সকালে মর্গে পাঠিয়েছে।
গত শনিবার রাতে কেন্দুয়া ও মদন উপজেলার সীমান্ত এলাকা কেন্দুয়ার মোজাফফরপুর ইউপির বানিয়াগাতী গ্রামের বন্নী নদীর তীড়ে ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মদন উপজেলার তালুকখানা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সাগর মা নাদিরা আক্তারের সাথে নানার বাড়িতে থাকতো। গত বুধবার ঘরে থাকা ট্রাঙ্ক থেকে সাড়ে ১০ হাজার টাকা সহ নিখোঁজ হয় সাগর। পরবর্তীতে সাগরের মায়ের দ্বিতীয় স্বামীর বাড়ি কেন্দুয়ার তাড়াইল সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মাইকিং করে। গত শনিবার সন্ধ্যা রাতে বন্নী নদীর তীড়ে ধান ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে রাতে মরদেহ উদ্ধার করে এবং নাদিরা আক্তার শিশুটিকে তার ছেলে বলে সনাক্ত করে।
কেন্দুয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।