নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুরে গাঁজার আসর থেকে দুই মাদকসেবীকে আটক করেছে গ্রাম পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার তারাগঞ্জের কুর্শার মৃত আইনুদ্দিনের ছেলে তছলিম (৫০) এবং একই এলাকার দোয়ালীপাড়ার মৃত সৈয়দ মণ্ডলের ছেলে সিরাজুল (৪২)।
পুলিশ সূত্র জানায়, খাতামধুপুরের খালিশা ধুলিয়া গ্রামের দুইটি বাড়িতে গাঁজার আসর বসেছে এ খবর পেয়ে গ্রাম পুলিশ অভিযান চালায়। এ সময় ২শ গ্রাম গাঁজাসহ এই দুই জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬