নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত পরিচয়ে (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে রাস্তা পারাপার হওয়ার সময় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, 'সকাল সাড়ে ৬টার দিকে অজ্ঞাত (৫০) ওই নারী রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়াণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/হিমেল