কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামের মৃত তনু মিয়ার পুত্র। রবিবার তাকে আদালতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার কমল কৃষ্ণ ধর জানান, মাদক মামলায় ওয়ারেন্ট হওয়ার পর আবদুল মতিন(৩৬) দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।