নোয়াখালীর পশ্চিম মাইজদী গ্রাম থেকে পান্না আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পান্না আক্তার ওই এলাকার ফারুক আহমদের স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে বাড়ির ছাদের রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পান্নার লাশ ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিবার ও স্থানীয়দের কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পান্না আক্তার আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/এনায়েত করিম