আশুলিয়ার বাইদগাঁও এলাকায় দেলোয়ার হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার বাইদগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দেলোয়ার ওই এলাকার মৃত আমানউল্লাহ আমানের ছেলে। সে এ বছর গাজীপুরের বঙ্গবন্ধু কলেজের মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে মানসিকভাবে চাপে ছিল দেলোয়ার। মঙ্গলবার পরীক্ষা দিয়ে আসার পর থেকে নিজ ঘরেই বসে ছিল সে। পরে রাতের খাওয়া শেষে নিজ কক্ষের দরজা বন্ধ করে রাখে। সকালে দরজা না খোলায় স্বজনদের সন্দেহ হলে জানালা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মকিম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল