অটিজম আক্রান্ত শিশুদের জন্য কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম চ্যাম্পিয়ন নির্বাচিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'ডব্লিউএইচও'। এ উপলক্ষ্যে পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থার আয়োজনে বুধবার সকালে শহরের শের-ই-বাংলা পার্ক থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয় । শোভাযাত্রাটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধান। শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।
উল্লেখ্য গত ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবসকে সামনে রেখে শনিবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিলি কার্যালয় থেকে অটিস্টিক শিশুদের প্রতি প্রতিশ্রুতির বাস্তবায়ন, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিশুদের দুর্ভোগের জায়গাগুলো শনাক্ত এবং সমাধানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সায়মা ওয়াজেদকে এই সম্মাননা দেয়ার ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল