লক্ষ্মীপুরে শ্যামসুন্দর জিউর আখড়া মন্দিরে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। (আজ) বুধবার ভোর রাতে সদর থানার অদূরে এ ঘটনা ঘটে।
এসময় মন্দিরের স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন।
মন্দির কমিটি ও জেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু শঙ্কর মজুমদার জানান, তালা ভেঙ্গে মন্দিরের মধ্যে থাকা স্বর্ণালংকার ও দানবাক্সে রক্ষিত থাকা নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এছাড়া মন্দিরে লাগানো সিসিটিভির ক্যামরা ও নষ্ট করে দেয়া হয়েছে বলে জানান তিনি। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল