গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পাথরঘাটা গ্রাম থেকে হাসিবুলকে (২৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করছে পুলিশ। আজ বুধবার ভোর ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসিবুল ওই উপজেলার ননীক্ষির ইউনিয়নের সামাদ মিনার ছেলে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আইসি শাহ জামাল জানান, ২০১২ সালের একটি মাদক মামলায় বেশ কিছুদিন আগে হাসিবুলকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কিন্তু হাসিবুল পলাতক থাকলে আদালত গ্রেফতারি ওয়ারেন্ট জারি করে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ি থেকে তাকে ভোর ৬টার দিকে গ্রেফতার করে মুকসুদপুর থানার মাধ্যমে গোপালগঞ্জ জেলখানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম