আশুলিয়ায় ডিএমপির মতিঝিল থানার এসআই আব্দুল কাদেরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃওরা। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল কাদেরের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মতিঝিল মডেল থানার এসআই আব্দুল কাদের তার পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়ার কাঠালতলা এলাকায় নিজের বাড়ির কাজ দেখতে আসেন। পরে গভীর রাতে একটি প্রাইভেটকারযোগে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনাটি চেপে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ