পুলিশের বিশেষ অভিযানে নীলফামারীর সৈয়দপুরে ১১টি চোরাই মোটরসাইকেলসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সৈয়দপুর থানা প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত দু'দিনে সৈয়দপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মোটরসাইকেল চুরির সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। তাদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ১১টির মধ্যে সাতটি মোটরসাইকেল শহরের একটি শো রুম থেকে পাওয়া যায়।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৭/ফারজানা