বিশেষ অভিযান চালিয়ে নড়াইল ও সাতক্ষীরায় মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
নড়াইল জেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৬২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিমসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আশাশুনি থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দু'টি ককটেল ও কলারোয়া থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ