পিরোজপুরের স্বরূপকাঠী ও ইন্দুরকানী থেকে র্যাব ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার রাত থেকে গত ঘণ্টার অভিযানে ওই গাঁজা উদ্ধার করা হয়।
স্বরূপকাঠী উপজেলার কৌরিখাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে প্রথমে মাদক বিক্রেতা তাছলিমকে (৫০) আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি খালের ট্রলারের ভেতর রক্ষিত ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং ট্রলারটিও আটক করে। স্বরূপকাঠী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ইন্দুরকানীতে র্যাব অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা বহনের অভিযোগে মোড়েলগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের নাছির শেখ (২৭) ও রাজৈড় গ্রামের রানা সেখকে (৩০) ৪ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবাসহ আটক করে। ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দুটি অভিযানে আটক গাঁজার মূল্য ২ লাখ টাকা বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম