বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সচিব মেজবাউদ্দিনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান সরকারের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। আহত মেজবাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুলাদী থানায় মামলা করার কথা জানিয়েছেন ইউপি সচিব মেজবা।
মেজবার বড় ভাই আবদুল লতিফ জানান, মঙ্গলবার সন্ধ্যায় পরিষদের পাশে একটি দোকানে চা পান করছিলেন ইউপি সচিব মেজবাউদ্দিন। চেয়ারম্যান আবু হাসনাত জাপান তাকে ফোন দিয়ে পরিষদে যেতে বলেন। মেজবা উদ্দিন পরিষদে গেলে কিছু বুঝে ওঠার আগেই তার উপর অতর্কিতে হামলা চালান চেয়ারম্যান জাপান। পরে পরিষদের কর্মচারী ও স্থানীয়রা মেজবাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ইউপি সচিব অভিযোগ করেন, চেয়ারম্যান আবু হাসনাত জাপান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে বলেন। কিন্তু তিনি না করে উল্টো বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালানো হয় বলে ইউপি সচিব মেজবার অভিযোগ।
মুলাদী উপজেলা নিবার্হী অফিসার মো. আতাহার মিয়া বলেন, আহত ইউপি সচিবের বাড়ি বানারীপাড়ায়। তার অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত। এ ঘটনায় সে মামলা দায়ের করলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার কথা বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৭/মাহবুব