আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, 'বিএনপির ভারতবিরোধী রাজনীতি এবারও সফল হবে না।'
আজ বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা হরিণানায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারতের সাথে যে সমঝোতা চুক্তি হবে সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিয়ে আলোচনা করবেন উল্লেখ করে হানিফ বলেন, ‘তবে বিএনপি আবার তাদের পুরানা খেলা- যে ভারতবিরোধী রাজনীতি শুরু করেছে তা মনে হয় এবার খুব একটা কাজে লাগবে না।’
তিনি বলেন, বিএনপি বলছে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করলে দেশের ক্ষতি হবে, দেশের স্বার্থ নষ্ট হবে। এ ধরনের কাল্পনিক কথা বলে মানুষকে বিভ্রান্তে ফেলে বিএনপির ভারতবিরোধী রাজনীতি খুব একটা সুফল হবে না।
পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় দলীয় নেতা কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের তিনি পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম