বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা সাতক্ষীরা শাখার গত তিন বছরে রাজস্ব আদায় হয়েছে ৬৫ কোটি টাকা। যা এর আগের তিন বছরের চেয়ে পাঁচ গুণ বেশি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাতক্ষীরা সার্কেলের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা সাতক্ষীরা শাখার কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ২৬ হাজার ৩১১টি মোটরযান নিবন্ধন, এক হাজার ৪০২টি উপযুক্ত সনদপত্র, ৫৪০টি সড়ক চলাচলের অনুমোদন, ২৭ হাজার ৭৬৯টি সড়ক কর টোকেন, ১৫ হাজার ৫৭০টি চালক সনদপত্র, ২৪ হাজার ৪৮৭টি চালকদের শিক্ষানবিশ সনদপত্র, ৭১০টি মালিকানা সনদপত্র দেওয়ার মাধ্যমে ৬৪ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৫২৪ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া ৬২৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তিন লাখ ১৭ হাজার ৯৪০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
অপরদিকে, ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছরে নিবন্ধন, সনদপত্র, অনুমোদনসহ বিভিন্ন বিভাগে রাজস্ব আদায় হয় ১২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৯৬৪ টাকা। এছাড়া ৯৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে চার লাখ ছয় হাজার ৮৪০ টাকা রাজস্ব আদায় করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভির আহম্মেদ জানান, ২০১৪ সালে সাতক্ষীরা কার্যালয়ে যোগদানের পর থেকে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে কাজ কয়েকগুণ বেড়ে যায়। সে জন্য নির্ধারিত কর্মকর্তা কর্মচারিদের হিমশিম খেতে হয়েছিল। তবে তাদের কাজের পাশাপাশি সরকারের পদক্ষেপে জনদুর্ভোগ অনেকাংশেই কমেছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা