দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন, দুদক দুর্নীতির তদন্তে গেলে ভয়ে অনেকে দেশ ছেড়েও পালিয়ে গেছে। অনেকের সংসদ সদস্য পদও মুলতবি হয়ে গেছে। এরপরও আমরা থামছি না। দুদক দুর্নীতি দমনে বদ্ধপরিকর। তাই দুর্নীতির বিরূদ্ধে আমাদের অ্যাকশন চলবেই। অনেকে প্রশ্ন করেন- এ অভিযান থামবে কবে? আমি তাদের বলি, দুর্নীতির বিন্দুমাত্রও থাকা পর্যন্ত এটা থামবে না। বরং ক্রমেই শক্তিশালী হবে। আমাদের হাত অনেক শক্তিশালী, ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আমি দুর্নীতি করবো না- এই প্রতিজ্ঞায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রবিবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের উপ-সচিব এবং প্রতিরোধ ও গণসচেতনতা’র পরিচালক মো. মনিরুজ্জামান, দুদকের বিভাগীয় কমিশনার আব্দুল আজিজ ভূইয়া।
উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আবু তাহের মো. মাসুদ রানা, ডিডি এলজি ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বী, দুদক দিনাজপুরের উপ-পরিচালক আব্দুল করিম, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনসহ দিনাজপুরের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ