সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের টাকা না দেয়ায় হাজী আবুল হোসেন (৭০) নামে এক তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল মতিন পলাতক রয়েছেন।
রবিবার দুপুরে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী পূর্বপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন মুকুন্দগাঁতী পূর্বপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে ও পেশায় একজন তাঁত ব্যবসায়ী।
নিহতের বড় ছেলে আব্দুল আলীম জানান, প্রায় ১৭/১৮ বছর পূর্বে আমার ছোট ভাই বাচ্চু সেখ তাঁর ব্যবসায়ীর জন্য একই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিনের কাছ থেকে সুদ হিসেবে ৫০ হাজার টাকা লোন নেয়। নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিল। বর্তমানে ব্যবসা মন্দা থাকায় কয়েক মাস যাবৎ ঠিকমতো সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে মাঝে মধ্যেই আব্দুল মতিন বাড়িতে এসে ঝগড়া করতো। রবিবার দুপুরে মুকুন্দগাঁতী বাজারে আমার বাবার সঙ্গে ছোট ভাইয়ের ঋণের টাকা নিয়ে মতিনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মতিন চড়াও হয়ে বাবাকে এলোপাথারি মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, সুদের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন যাবৎ মতিন ও বাচ্চুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রবিবার দুপুরে পাওনাদার মতিন মুকুন্দগাঁতী বাজারে বাচ্চুর পিতাকে মারপিট করলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দয়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব