নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিতে পুতে রাখা অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাম্মণখালী এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ব্রাক্ষণখালী এলাকার বালুর মাঠে মাটিতে পুতে রাখা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরের কিছু অংশ বাইরে থেকে দেখা যাচ্ছিল। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই যুবকের গলায় গামছা পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন পূর্বে দুর্বৃত্তরা অজ্ঞাত এই যুবককে শ্বাসরোধে হত্যার পর মাটিতে লাশ পুতে রাখে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ