খাগড়াছড়ি সদর উপজেলার ভূয়াছড়িতে চাঁদা নেওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছে দুই সাংবাদিক। এরা হলেন খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সংবাদ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি লোকমান হোসেন। আজ রবিবার স্থানীয়রা তাদের আটক করে।
জানা গেছে, ভূয়াছড়িতে পাহাড়ের উপর মাটি কেটে একটি মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজ চলছে। এ সময় ওই দুই সাংবাদিক সেখানে চাঁদা চাইতে গেলে এলাকাবাসী তাদের হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে। দু'জনেই এখন থানায় রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি মাসুদ জানান, মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ