সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সরকার (নৌকা) ১৫ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এছাড়াও বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু তালেব পেয়েছেন ২ হাজার ৪৩৭ ভোট। রবিবার সন্ধ্যার দিকে ভোটগণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ঘুড়কা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুর দেড়টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা নির্বাচন বর্জন করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ