জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসানুল হক মামুন জানান, ভোট গণনা শেষে বেসরকারিভাবে বেলগাছা ইউনিয়নে আব্দুল মালেক (আ.লীগ), নোয়ারপাড়া ইউনিয়নে মোস্তফা মওলা (আ.লীগ), সাপধরী ইউনিয়নে জয়নাল আবেদীন (আ.লীগ) ও কুলকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান সনেট বিজয়ী হয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ